ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে দিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মে ২৮, ২০২৩
সিলেটে দিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেট: সিলেট নগরের লালাদিঘির পানিতে ডুবে হাবিবা (৭) তাইবা (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ মে) সন্ধ্যায় ওই দুই শিশুর মরদেহ লালাদিঘি থেকে উদ্ধার করা হয়।

তাইবা ওই এলাকার শাহজাহান আজিজ কলোনির বাসিন্দা দিনমজুর সেলিম মিয়ার মেয়ে। হাবিবা রিকশাচালক মামুন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে দুই শিশু নিখোঁজ হয়। তাদের বাবা-মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধ্যার দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। তখন স্থানীয়রা তাদের নিথর দেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদকে মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

স্থানীয়রা অভিযোগ করেন, দিঘির চারপাশে রেলিং না থাকায় প্রায় সময় পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। শিশুরা খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়। তাই দিঘির চারপাশে রেলিং করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।