ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বজ্রপাতে দুইজনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, মে ২৪, ২০২৩
কুমিল্লায় বজ্রপাতে দুইজনের মৃত্যু 

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার ও চান্দিনায় বজ্রপাতের ঘটনায় দুইজন মারা গেছেন। এদের মধ্যে একজন জমিতে কাজ করতে গিয়ে ও অন্যজন ঘুড়ি উড়াতে গিয়ে মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন, দেবিদ্বার উপজেলার নোয়াগাঁও গ্রামের ইদন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০) ও চান্দিনা উপজেলার বুড়িমারা গ্রামের মাস্টার আব্দুর রাজ্জাকের হিফজ পড়ুয়া ছেলে রিফাত হোসাইন (১৩)।

দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার জানান, মঙ্গলবার (২৩ মে) বিকেলে বাড়ির অদূরে সাইফুল তার জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পরিবারের লোকজন তার মরদেহ বাড়ি নিয়ে যায়। একই দিন দুপুর আড়াইটায় ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায় রিফাত।  

চান্দিনা উপজেলার ইউএনও তাপস শীল বলেন, রিফাত বাড়ির পাশে ঘুড়ি উড়াতে যায়। তখন বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় বজ্রপাতে মারা যায় সে। সরকারি সহয়তা হিসেবে তার স্বজনদের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।