ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী সেশনে প্রধানমন্ত্রী

মহিউদ্দিন মাহমুদ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মে ২৩, ২০২৩
কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী সেশনে প্রধানমন্ত্রী

দোহা থেকে: তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৩ মে) থেকে দোহার লুসাইল সিটিতে ফেয়ারমন্ট অ্যান্ড র‍্যাফেলস হোটেলে কাতার ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।

হাঙ্গেরি ও জর্জিয়ার প্রধানমন্ত্রী, রুয়ান্ডা, ঘানা ও প্যারাগুয়ের প্রেসিডেন্ট এবং ইরাকের উপ-প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, অর্থ, জালানি ও তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

কাতার ইকোনমিক ফোরামে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও উদ্ভাবন, পরিবর্তিত বাজারব্যবস্থা, জলবায়ু অর্থায়ন, বাণিজ্য কৌশল ও ব্যবস্থা, চতুর্থ শিল্প বিপ্লবে জনশক্তি এবং বৈদেশিক বিনিয়োগের ভবিষ্যৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ের ওপর আলোচনা হবে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সোমবার বিকেলে দোহা আসেন প্রধানমন্ত্রী।

দুই দিনের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ইকোনোমিক ফোরামে যোগদানের পাশাপাশি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

সফর শেষে ২৪ মে রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ মে ভোরে তিনি ঢাকায় পৌঁছাবেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এমইউএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।