ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মে ২২, ২০২৩
ওয়ারীতে গাঁজাসহ গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর ওয়ারী থেকে চার কেজি গাঁজাসহ মো. রাকিব নামে এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।  

রোববার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তান বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চার কেজি গাঁজাসহ রাকিবকে গ্রেপ্তার করা হয়।

তার নামে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।