ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ৭ কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, মে ২১, ২০২৩
গোবিন্দগঞ্জে ৭ কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি কবরস্থানের দুই-তিন বছরের পুরনো ৭টি কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে।

শনিবার (২০ মে) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের বক্সিচর উত্তরপাড়া গ্রামের ওই কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি নজরে আসে স্থানীয়দের।

 

তাদের ধারণা, কয়েকদিন আগে রাতের আঁধারে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনভর দলে দলে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

স্থানীয়রা জানান, শনিবার (২০ মে) দুপুরে প্রথমে একটি কবর খোঁড়া দেখে তারা মনে করেন, শেয়াল বা কুকুর কবরটি খুঁড়েছে। কিন্ত একে একে আরও ছয়টি কবর খোঁড়া দেখে তাদের ধারণা পাল্টে যায়। দুই-তিন বছরের পুরোনো কবরগুলো খোঁড়ার পর সেগুলোতে নতুন করে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ভারি বৃষ্টির কারণে কয়েকটি কবরের মাটি সরে গিয়ে গর্ত হয়ে আছে। সেই আলগা মাটি সরিয়ে দেখা যায়, কবরের ভেতরে কঙ্কাল নেই!

তদন্ত করে কঙ্কাল চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কামারদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌকির হাসান রচি বলেন, খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা খতিয়ে দেখতে পুলিশকে জানিয়েছি।

শনিবার (২০ মে) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) বুলবুল ইসলাম জানান, কবর থেকে কঙ্কাল চুরির ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কিছু কিছু সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, মে ২১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।