ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পলাশে বিদেশি অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মে ১৮, ২০২৩
পলাশে বিদেশি অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নরসিংদী: নরসিংদীর পলাশে একটি বিদেশিসহ রতন বর্মণ নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

বুধবার (১৭ মে) সন্ধায় ঘোড়াশাল পৌর এলাকার দিঘদা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রতন বর্মণ নরসিংদী সদর থানার বীরপুর গ্রামের অশ্বীনি বমর্ণের ছেলে। তিনি পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের অনুকুল চন্দ্র বর্মনের মেয়ের জামাই।

পুলিশ জানায়, বুধবার সন্ধায় ঘোড়াশাল দিঘদা এলাকায় একটি মাছের প্রজেক্টের সামনে সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশি করতে গেলে তারা দৌঁড়ে পালানোর চেষ্ঠা করেন। পরে পুলিশ রতন বর্মণ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এমদাদুল হক বলেন, রাতে পুলিশের টহল দলের সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করে তল্লাশি করে অস্ত্র ও গুলি পাওয়া যায়। এ ঘটনায় রাতেই উপ-পরিদর্শক পাপন চন্দ্র দে তার নামে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।