ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লাকড়ি কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মে ১৭, ২০২৩
লাকড়ি কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় লাকড়ি কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজলী খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গনির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত বিজলী খাতুন ওই এলাকার রসুলপাড়া গ্রামের ভ্যানচালক মতিয়ার রহমানের ছেলে। সে মহিষখোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হানিফ মিয়া জানান, ঝড়ে ভেঙে পড়া বাগানের শুকনো ডালের লাকড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করতে স্থানীয় বিপুল হাজির বাগানে যায় স্কুলছাত্রী বিজলী খাতুনসহ কয়েকজন শিশু। ঝড়ে বাগানের ভেতরে থাকা বৈদ্যুতিক লাইটের তার ছিঁড়ে পড়ে ছিল। হঠাৎ সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বিজলী। বিষয়টি বুঝতে পেয়ে অন্য শিশুরা চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা ছুটে এসে বিজলীকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মে ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।