ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতসকালে ঘরে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
সাতসকালে ঘরে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ফাঁস দিয়ে রুমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ মে) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রুমা আক্তার রায়পুরা পশ্চিম পাড়া এলাকার আজমত আলীর মেয়ে ও শ্রীনগর এলাকার দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মৃতের স্বজনরা জানান, সকালে রুমার ছেলে ঘরে গিয়ে দেখতে পায় সিলিং ফ্যানের সঙ্গে মায়ের দেহ ঝুলে আছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়। তারা এসে রুমার ঝুলন্ত দেহ নিচে নামায়। পরে ডাক্তারের কাছে নেওয়ার পথে সে মারা যায়। পরে এলাকাবাসী ফোনে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মৃতের মা নুরুন্নাহার বলেন, আমার মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলো। সকালে মেয়ে আমাকে ফোনে জানায় তার ভালো লাগতেছে না। এর ঘণ্টাখানেক পরেই তার মৃত্যুর খবর পাই।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসঅই) বাপ্পি কবিরাজ বলেন,  ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।