ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ১৪, ২০২৩
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা রাঙামাটির ফাইল ছবি

রাঙামাটি: রাঙামাটিতে ইউনাইটেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সদস্য রূপান্তর চাকমা ওরফে লেজা চাকমাকে (৪৪) গুলি করে হত্যা করা হয়েছে।  

রোববার (১৪ মে) সকালে জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মানিকছড়ির ছক্রাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লেজা চাকমা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলী গ্রামের লক্ষ্মী চন্দ্র চাকমার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের মানিকছড়ি ছক্রাছড়া এলাকায় লেজা চাকমা সাংগঠনিক কাজে আসেন। এসময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার জন্য ইউপিডিএফ পিসিজেএসএস সন্তু গ্রুপকে দায়ী করা হচ্ছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।