ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাতের খাওয়া শেষ করে চিরঘুমে যুবক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
রাতের খাওয়া শেষ করে চিরঘুমে যুবক প্রতীকী ছবি

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় শয়নকক্ষের বিছানা থেকে সাব্বির আহমেদ  (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ মে) সকালে পাবনার ঈশ্বরদী পৌর এলাকার বকুলের মোড়ে ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সে ঈশ্বরদী অঞ্চলের আরএফএলে চাকরি করতেন।

মৃত যুবক কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিনা গ্রামের নুর আহমদের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, প্রায় কয়েকমাস আগে আরএফএল কোম্পানিতে চাকরির সুবাদে ঈশ্বরদী থাকতো। শুক্রবার (১২ মে) রাতে রাতের খাওয়া শেষ করে বিছানায় ঘুমাতে যায়। রাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়। শনিবার (১৩ মে) সকালে অন্যান্য রুমমেটরা ডাকাডাকি করতে থাকে। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বাংলানিউজকে জানান, মৃত ব‍্যক্তি স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।  

ওসি অরবিন্দ আরও জানান, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১৩মে ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।