ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ মিনিটেই প্রার্থীর আইনজীবীর মোটরসাইকেল চুরি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ১২, ২০২৩
১০ মিনিটেই প্রার্থীর আইনজীবীর মোটরসাইকেল চুরি! ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নির্বাচনের আগেই মোটরসাইকেল চোরের কবলে পড়লেন এক কাউন্সিলর প্রার্থী। মনোনয়নপত্র জমা দিয়ে এসে দেখেন তার আইনজীবীর মোটরসাইকেলটি নেই।

মাত্র ১০ মিনিটেই চুরি হলো নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামের আইনজীবী মো. সুমনের ইয়ামাহা ফেজার এফআই ব্যান্ডের মোটরসাইকেলটি।

শুক্রবার (১২ মে) দুপুরে আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসের নিচে ঘটে এ ঘটনা।

জানা গেছে, কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম দুপুর পৌনে ২টার দিকে আইনজীবী মো. সুমনসহ মোটরসাইকেলে চড়ে উপজেলা নির্বাচন অফিসে যান। নিচে মোটর সাইকেলটি রেখে দোতলায় উঠে রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। মাত্র ১০ মিনিটেই মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামের আইনজীবী মো. সুমন এ বিষয়ে আড়াইহাজার থানায় অভিযোগ করেছেন।

ইয়ামাহা ফেজার সাইকেলটির দাম ৩ লাখ টাকার বেশি বলে তিনি জানান।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব বলেন, আমরা সিসি টিভির ফুটেজ দেখে চোর শনাক্ত ও মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।