ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে বাসের ধাক্কায় এসআই নিহত

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
বরিশালে বাসের ধাক্কায় এসআই নিহত ফায়েজ আহমেদ

বরিশাল: বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে নগরের রুপাতলী এলাকার গ্রামীন চক্ষু হসপিটালের সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফায়েজ আহমেদ ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন।

জানা গেছে, ফায়েজ আহমেদ এক আরোহীর মোটরসাইকেলে করে বরিশাল নগর থেকে নিজ গ্রামের বাড়ি ঝালকাঠির রায়পুরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়।  

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।