ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশের যেসব স্থানে আজ ঈদ উদযাপন হচ্ছে 

স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
দেশের যেসব স্থানে আজ ঈদ উদযাপন হচ্ছে  চট্টগ্রামে মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম: চট্টগ্রাম ও আশপাশের জেলার শতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা হানাফি মাজহাবের নিয়ম অনুসারে ঈদের নামাজ আদায় করেছেন।

সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চর বরমা, কেশুয়া, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া, পুইছড়ি, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসখামা, কাঠাখালী, রায়পুর, গুজরা, লোহাগাড়ার পুঁটিবিলা, কলাউজান, চুনতী এবং সীতাকুণ্ডের মাহমুদাবাদ, বারৈয়াঢালা, বাঁশবাড়িয়া, সলিমপুর, মীরসরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, হাতিয়া, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ পার্শ্ববর্তী জেলাসমূহের শতাধিক গ্রামের বহুসংখ্যক অনুসারী পবিত্র সওম পালন শেষে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।

ভোলা: চট্রগামের মতো ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২১ এপ্রিল) সুরেশ্বর দরবারে পীর ও সাতকানিয়া অনুসারীরা প্রায় শতাধিক বছর ধরে এ ঈদ উদযাপন করে আসছেন।

আজ সকাল ৯টায় জেলার বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ২ শতাধিক মানুষ জামাতে ঈদের নামাজ আদায় করেন। ঈদ জামাতে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের খলিফা মো. মজনু মিয়া। এছাড়াও পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ফতুল্লা: এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায়।

শনিবার (৯ জুলাই) সকাল ১০টায় ফতুল্লার লামাপাড়ায় হযরত শাহ সুফী মমতাজিয়া এতিম খানা ও হেফজ খানা মাদরাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ প্রায় আড়াইশ অনুসারী ঈদের নামাজ আদায় করেছেন।

ঈদ জামাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা, গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার থেকে মুসল্লিরা অংশ নেন।

হযরত শাহ সুফী মমতাজিয়া মাদরাসার খতিব মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ বলেন, হানাফির মাযহাবের মতে পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ পালন করার বিধান রয়েছে। সৌদির সঙ্গে মিল রেখে তাই আজ আমরা ঈদ পালন করছি। জাহাগিরিয়া তরিকার অনুসারীরা গত একশ বছর আগের থেকে বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা অনুযায়ী ঈদ পালন করে আসছেন।  

তিনি আরও বলেন, ঢাকার কেরানীগঞ্জ, সদরঘাট, উত্তরা, সাভার, ডেমরা এবং নারায়ণগঞ্জের সদর, বন্দর ও রূপগঞ্জ এলাকা থেকে এসে প্রায় আড়াইশ মানুষ এখানে ঈদের নামাজে অংশ নেন। ঈদের নামাজ শেষে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন।

ফতুল্লায় শুক্রবার ঈদের জামাত অনুষ্ঠিত 

সরিষাবাড়ী: চট্টগ্রাম, ভোলা, ফতুল্লার মতো জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরে নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ১৫ টি গ্রামের মানুষ পৃথক পৃথক তিনটি স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। পৌরসভার বলারদিয়ার, মহাদান ইউনিয়নের উচ্চ গ্রাম, বনগ্রাম- তিন স্থানে ৩ শতাধিক মুসল্লিরা এ জামাত আদায় করেন।

দক্ষিণ বলারদিয়ার গ্রামের মাওলানা আজিম উদ্দিন মাস্টার বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল ৮ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার ইমামতি করেন।

ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার জানান, দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে উপজেলার শত শত মুসল্লিরা নামাজ আদায় করছেন। এতে মুলবাড়ি,বলারদিয়ার, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর,পাখাডুবি,বালিয়া,বনগ্রাম,হোসনাবাদ,বাউসী,পুঠিয়ারপাড়,বগারপাড়, পাটাবুগা এই ১৫টি গ্রামের প্রায় ৩ শতাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

বরগুনা: সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার ১১ গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে।

বরগুনার আমতলী,তালতলি, বেতাগী ও পাথরঘাটার ১১ টি গ্রামে কাদেরিয়া চিশতিয়া ও সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ২শতাধিক পরিবার ঈদুল ফেতর উদযাপন করছেন।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় আমতলীর গোজখালী দরবার শরীফ,বেতাগীর বকুলতলী এবং পাথরঘাটার চরলাঠিমারা চৌধুরী বাড়ী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠি হয়।

আমতলীর গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, চাওড়া ইউনিয়নের সলিমাবাদ, আউয়াল নগর,হলদিয়া,তালতলির কড়ইবাড়িয়া ইউনিয়নের আলিরবন্দর,সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট, বেতাগী উপজেলার বেতাগী ইউনিয়নের লক্ষীপুরা, কাজীরাবাদ ইউনিয়নের বকুলতলী, বুড়ামজুমদার ইউনিয়নের কাজীরহাট এবং পাথরঘাটা উপজেলার পাথরঘাটা ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামসহ জেলায় ২ শতাধিক  পরিবার ঈদ উদযাপন করছে।


শরীয়তপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের চার উপজেলার ৩০টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ (সুরেশ্বর পীরের অনুসারী) শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করেছেন।

প্রায় শত বছর ধরে একদিন আগে চাঁদ দেখার দিন সুরেশ্বর পীরের সব ভক্ত ও তাদের মুরিদেরা এই নিয়মে ঈদ উৎসব পালন করে আসছেন।

এই ঈদ জামাতে নড়িয়া উপজেলার সুরেশ্বর, চণ্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নিথিরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রামসহ প্রায় ৩০টি গ্রামের অন্তত এক হাজার পরিবারের ১০ হাজারেরও বেশি নারী পুরুষ ঈদ উল ফিতর পালন করছে।  

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯ টায় ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সুরেশ্বর দরবার শরিফে।

সেখানে ঈদ জামাতে ইমামতি করেন গদিনশীন মুত্তাওয়ালী সৈয়দ মো. বেলাল নূরী। নামাজ শেষে সবাই কোলাকুলি করে সেমাই পোলাও খেয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

মোংলা: পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চটেরহাট বাজার জামে মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। এ জামাতে স্থানীয় এলাকার আহলে হাদীস অনুসারীরা অংশগ্রহণ করেন।

মসজিদে নামাজের আগেই একে অপরের সাথে কোলাকুলি ও নামাজ শেষে মিষ্টি মুখ করেন তারা। ঈদ উপলক্ষে একে অন্যের বাড়িতে যাচ্ছেন শুভেচ্ছা বিনিময়ের জন্য।  

চটেরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা বিল্লাল হাজারী ঈদের জামাত পরিচালনা করেন।

তিনি বলেন, গত ১০-১১ বছর ধরে এ এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর পালন করে আসছে। এভাবেই করা উচিত।

মোংলায় ঈদের জামাত শেষে ঈদগাহে কোলাকুলি করছে দুই শিশু

পিরোজপুর: পিরোজপুরে ১০ গ্রামের হাজারের বেশি পরিবার ঈদ উদযাপন করছে।  

শুক্রবার (২১ এপ্রিল) এসব পরিবার জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন বলে জানান এসব মুসল্লিরা।

জানা গেছে,  জেলার মঠবাড়িয়া উপজেলার  ৬ গ্রাম, কাউখালী উপজেলার  ১টি গ্রাম, নাজিরপুরের ১টি গ্রাম, পিরোজপুর সদরের ২টি গ্রাম এ ঈদ উৎসব উদযাপন হচ্ছে।

কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেলতলা গ্রামের ইউপি বেলায়েত হোসেন  জানান, বেলতলার মোল্লা বাড়ি জামে মসজিদের ঈদের নামাজের ইমামতি করেন ওই মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন পান্না সিকদার। সেখানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।  

মঠবাড়িয়ায় সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া,কচুবাড়িয়া, মাপলেজা, ঝাটিবুনিয়া, চরকগাছিয়া, খেতাছিড়া,  সদর ইউনিয়নের সবুজ নগর এ ৭ গ্রামে শুক্রবার (২১ এপ্রিল)  ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১৩টি গ্রামের বাসিন্দা ঈদুল ফিতর উদযাপন করছে।  

শুক্রবার (২১ এপ্রিল) এসব গ্রামের মানুষ রোজা না রেখে সকালে ঈদের জামাত আদায় করেন।  

জানা গেছে, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের মানুষ, আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়নের শুকুরহাটা, ইছাপাশাসহ ৩টি গ্রামের কিছু মানুষ  ঈদ উদযাপন করছেন। একদিন আগে যারা রোজা ও ঈদ উৎসব উদযাপন করেন তারা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরিফের মুরিদ।

দিনাজপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বেশ কয়েকটি উপজেলার কয়েকটি গ্রাম ঈদ উদযাপন করছেন।

দিনাজপুরের সদর উপজেলা, বিরামপুর, চিরিরবন্দর, বিরল, কাহারোলসহ জেলার বেশ কয়েকটি উপজেলায় ঈদুল ফিতরের নামাজ আদায়ের কথা জানা গেছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটে জেলা শহরের চারুবারুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

ঈদ জামাতের আয়োজকরা জানান,  সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের সদর, চিরিরবন্দর, পার্বতীপুর, বিরামপুর ও কাহারোলের কিছু এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপতি হয়েছে। গত ঈদে জেলার বিভিন্ন উপজেলায় ৪৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছিলো। আমরা ধারণা করছি এবার সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ৬টি গ্রামের শতাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।  

শুক্রবার (২১ এপ্রিল) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়ছড়া, চাঁনপুর, পুরানঘাট, আমতৈল, রজনীলাইন,মাহারাম গ্রামের শতাধিক পরিবার ঈদ উপযাপন করছেন।

আমতৈল গ্রামের শিক্ষক জহিরুল ইসলাম জানান, চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারী তারা। দরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা ও পবিত্র ঈদুল ফিতর পালন করি।  

ঝিনাইদহ: সৌদি আরর ও দেশের অন্যান্য স্থানের সঙ্গে মিল রেখে ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিনাকুন্ডুতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর: একইভাবে লক্ষ্মীপুরের ৫ এলাকায় ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।  

শুক্রবার (২১ এপ্রিল) রামগঞ্জ পৌরসভা এলাকা, কাঞ্চনপুর, নোয়াগাঁও ইউনিয়ন এবং রায়পুরের বামনী ইউনিয়নের কয়েকশ মানুষ ঈদ উদযাপন করে। এদিন সকালে ওইসব এলাকায় ঈদের নামাজ আদায় করা হয়েছে। ঈদকে কেন্দ্র এসব এলাকায় বসেছে ঈদমেলা।  

সকাল ৭টার দিকে রামগঞ্জ পৌরসভার জাহাঙ্গীর টাওয়ারে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।  

সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিম নোয়াগাঁও শেখবাড়ী ও কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ববিঘা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব ঈদ জামায়াতে অর্ধশতাধিক মুসুল্লি অংশ নেয়।  

চাঁদপুর: চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ উদযাপন হচ্ছে আজ শুক্রবার।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯ টায় সাদ্রা দরবার শরিফ ময়দান ও ১০টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা ঈদগাহে ঈদুল ফিতরের পৃথক দুটি জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সাদ্রা দরবারের পীর আল্লামা মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী ও মাওলানা মোহাম্মদ আরিফ চৌধুরী। এ ছাড়া একই এলাকায় আরও কয়েকটি ঈদের জামায়াত হয়েছে।

এদিকে সকাল ৯টায় ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সীরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. রহমত উল্যাহ।

চাঁদপুরে প্রায় অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে

এছাড়াও সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মণিহার, বড়কূল, অলিপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মোহনপুর, এখলাশপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলী, শহারাস্তি উপজেলা কয়েকটি গ্রামের আংশিক এলাকায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।