ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিউ সুপার মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের সদস্যসহ ২০ জন ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
নিউ সুপার মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের সদস্যসহ ২০ জন ঢামেকে

ঢাকা: রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের নয় সদস্যসহ ২০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন।

শনিবার (১৫ এপ্রিল) সকালে সাড়ে ৯টার দিকে ঢামেকে আসা শুরু করেন তারা।

অসুস্থ ফায়ার সার্ভিসের সদস্যরা হলেন- রাসেল (২২), শান্ত (২০), তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪)।

অন্যরা হলেন- দোকানকর্মী বায়জিদ (২৫), হাসান (২০), ইয়াছিন (২৪), স্বপন (২৩), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮), দোকান মালিক জীবন (৩০), জীবন (২২), ভলেন্টিয়ার রিফাত (২৪)।

ঢামেকের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, আগুন নেভাতে গিয়ে তারা অসুস্থ হন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন তারা। এদেরমধ্যে দশ জনকে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া এ নিউজ লেখার সময় আরও কয়েকজন আসছেন চিকিৎসা নিতে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।