ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চোর সন্দেহে কিশোরকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
চোর সন্দেহে কিশোরকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে সোহান (১৪) নামে এক কিশোরকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য সামছুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে ইউপি সদস্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল।

এর আগে রোববার (২ এপ্রিল) উপজেলার ব্যাঙ্গেরহাট এলাকায় চোর সন্দেহে কিশোর সোহানকে অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটে।

গ্রেপ্তার সামছুল হক ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

আহত কিশোর সোহান উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর জামির বাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে।
অভিযোগে জানা গেছে, মা হারা সোহান মিয়া মামা আনিছার রহমানের বাড়িতে বসবাস করত। সাম্প্রতিক সময় ঢাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে রোববার বাড়ি ফেরার সময় ব্যাঙ্গেরহাট এলাকায় পৌঁছালে টিউবওয়েলের একটি সকেট রাস্তায় পড়ে থাকতে দেখে হাতে নেয় সে। এ সময় স্থানীয় ইসমাইলের ছেলে ওহাব মিয়া, সুভাসের ছেলে তাপস ও আজিজুলের ছেলে রানা মিয়াসহ কয়েকজন তাকে চোর সন্দেহে আটকে রাখে।

পরে পার্শ্ববর্তী একটি মাছের প্রজেক্টে নিয়ে গিয়ে সোহানকে রশি দিয়ে বেঁধে মারধর করে। একপর্যায়ে প্লাস দিয়ে তার শরীরের চামড়া টেনে ছিঁড়ে নেয় নির্যাতনকারীরা। এতেও থেমে থাকেনি, সোহানকে বাঁশ ডলা (দুই বাঁশ দিয়ে শরীর চেপে ধরা) দেয় নির্যাতনকারীরা। এ সময় পাশে থাকা কেউ একজন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

তারপর খবর পেয়ে কিশোর সোহানের মামা আনিছার রহমান ভোটমারী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আহাদুল হোসেনসহ কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত সোহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় সোমবার (৩ এপ্রিল) তিনজনের নামসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সোহানের মামা আনিছার রহমান। অভিযোগটি আমলে নিয়ে বুধবার (৫ এপ্রিল) ভোরে নিজ বাড়ি থেকে সামছুল হক নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

কালীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, অভিযুক্তদের মধ্যে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

** চোর সন্দেহে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।