ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাটি ভর্তি ট্রাক্টরের চাপায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
মাটি ভর্তি ট্রাক্টরের চাপায় বাইকার নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুডহুদায় মাটি ভর্তি ট্রাক্টরের চাপায় মোহাম্মাদ মঈনুদ্দীন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে দামুডহুদার কার্পাসডাঙ্গা আরামডাঙ্গা মধুরচারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঈনুদ্দীন কার্পাসডাঙ্গা সুবলপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দামুডহুদার কার্পাসডাঙ্গা মুজিবনগর সড়কের আরামডাঙ্গা মধুরচারা বটতলায় দ্রতগামী মাটি ভর্তি একটি ট্রাক্টর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে পথচারীসহ দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মঈনুদ্দীনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

কার্পাসডাঙ্গা ফাঁড়ি ইনচার্জ এসআই ইমরান হাসান জানান, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।