ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে পৃথক স্থানে একই ট্রেনের ধাক্কায় নারীসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
জয়পুরহাটে পৃথক স্থানে একই ট্রেনের ধাক্কায় নারীসহ ২ জনের মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটে পৃথক স্থানে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে জয়পুরহাট সদরের তেঘর ও পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জয়পুরহাট পৌর শহরের চিত্রা পাড়ার বাসিন্দা দুর্গা রানীর পরিচয় জানা গেছে। নিহত অপরজনের পরিচয় এখনো জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, সকালে বাগজানা এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

অপরদিকে তেঘর এলাকায় দুর্গা রানী নামে এক নারী রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় একই ট্রেনের ধাক্কায় মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।