ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছনের বনে মিলল নারীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
রাজধানীতে ছনের বনে মিলল নারীর মরদেহ

ঢাকা: রাজধানীর সবুজবাগ উত্তর মানিকদিয়া এলাকার ছনের বন থেকে ভবঘুরে এক নারীর (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম খাদিজা বেগম বলে জানা গেছে।

শনিবার (২৫ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, ওই নারী মানসিক ভারসামন্যহীন ও ভবঘুরে। খবর পেয়ে উত্তর মানিকদিয়া মোল্লাবাড়ি মালুরমাঠ এলাকার ছনের বন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অসুস্থ্যতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।  

এসআই ফরিদ আহমেদ আরও জানান, ওই নারীর কোনো স্বজনকে পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম খাদিজা বেগম, বাবার নাম আব্দুল কারী এবং বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার জারুয়া গ্রামে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।