ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
নবাবগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

নবাবগঞ্জ (ঢাকা): 'হ্যা! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি' প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাক এনজিও এর আয়োজনে দিবসটি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স ফটক থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক ঘুরে ফিরে আসে। পরে সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের কার্ডিওলজি বিভাগের ডা. ফয়সাল হাসান, মেডিসিন বিভাগের ডা. ইফতেখার আহমেদ, আরএমও ডা. সামছুল ইসলাম খান, স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, ব্রাক এনজিওর প্রোগ্রাম অফিসার মিল্টন মণ্ডল, প্রোগ্রাম অর্গানাইজার শিউলি আক্তার, ফিল্ড অর্গানাইজার সঞ্জয় কুমার আচার্য্য প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।