ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৩০জন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজকে নগদ অর্থ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
চাঁদপুরে ৩০জন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজকে নগদ অর্থ সহায়তা

চাঁদপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরে এম আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০জন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজকে এক হাজার টাকা করে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাফেজদের হাতে এ টাকা তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

দৃষ্টি প্রতিবন্ধী কোরআনে হাফেজদের পক্ষ থেকে হাফেজ মো. ইব্রাহিম খলিল এই টাকা ডিসির কাছ থেকে গ্রহণ করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, এম আলী ফাউন্ডেশনের সভাপতি মো. নুরুল আলম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।