ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিঁড়ির ফাঁক গলে নিচে পড়ে কলেজছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
সিঁড়ির ফাঁক গলে নিচে পড়ে কলেজছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর কমলাপুরে ১২ তলা ভবনের সিঁড়ির ফাঁক গলে নিচে পড়ে শাফায়েত আহমেদ রাসু (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কমলাপুর ইস্টার্ন হাউজিংয়ে একটি ভবনে এ ঘটনা ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।  

মৃত শাফায়েত আহমেদ রাসু শেরেবাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সে দুই ভাইয়ের মধ্যে বড় ছিল।

মৃতের বাবা শাহ আলম জানান, ভবনটির ১২ তলার একটি বাসায় থাকেন তারা। শাফায়েতের মানসিক সমস্যা রয়েছে। এজন্য তার চিকিৎসা চলছিল। আজ (২১ মার্চ) সন্ধ্যায় তার প্রাইভেট শিক্ষকের সঙ্গে বাসা থেকে বের হচ্ছিল নিজের ওষুধ কেনার জন্য। রুমে থেকে বের হয়ে দৌড়ে লিফটের সামনে যাওয়ার সময় পা পিছলে লিফটের পাশেই থাকা সিঁড়ির ফাঁক গলে নিচে পড়ে যায় সে। এতে রক্তাক্ত আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।