ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নির্জন বাসায় হোটেলকর্মীর ঝুলন্ত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
নির্জন বাসায় হোটেলকর্মীর ঝুলন্ত মরদেহ

বরিশাল: বরিশালে নির্জন ভাড়া বাসা থেকে নিরব (৩৫) নামে এক হোটেল কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বরিশাল এয়ারপোর্ট থানার প‌রিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, নিহত হোটেল কর্মী নিরব পরিবার নি‌য়ে নগরীর কাশিপুরের চৌমাথা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ভোলায়।

লোকমান হোসেন জানান, নিরব পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার (২১ মার্চ) সকালে হোটেল থেকে ফোন দিয়েও তার কোনো খবর না পাওয়ায় বাসায় খোঁজ নিতে গিয়ে তার মরদেহ দেখতে পায় হোটেলের অন্য কর্মচারী ও বাসার মালিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

প‌রিদর্শক আরও জানান, বাসায় নিরব একাই ছিলেন। তার পরিবার বেড়াতে গিয়েছিল।  

তিনি বলেন, মরদেহের পা যেহেতু খাটের সঙ্গে লেগে ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদ‌ন্তের প্রতি‌বেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।