ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পত্নীতলায় ট্রাকচাপায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
পত্নীতলায় ট্রাকচাপায় কিশোর নিহত

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় অনন্ত উড়াও (১৭) নামে এক আদিবাসী  কিশোর নিহত হয়েছে।

সোমবার (২১ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের খড়াইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, অনন্ত চার্জার ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে ধাক্কা দিয়ে তারা ভ্যানটি সামনের দিকে নিচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যানটি পাশের হায়দারের আম বাগানে উল্টে পড়ে যায়। এ সময় ভ্যানে থাকা যাত্রী অনন্ত মেইন রাস্তার ওপর পড়ে গেলে ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তা মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বাংলানিউজকে বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।