ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গরুকে ধাক্কা দিয়ে বিকল ট্রেনের ইঞ্জিন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
গরুকে ধাক্কা দিয়ে বিকল ট্রেনের ইঞ্জিন!

লালমনিরহাট: লালমনিরহাটে গরুকে ধাক্কা দিয়ে লোকাল একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ৩ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার আমিনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ৬টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে বিকলটি সরিয়ে নতুন ইঞ্জিন বসানোর পর ওই রুটে চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন কাকিনা রেলস্টেশন পার হয়ে তুষভাণ্ডার স্টেশন আসার পথে আমিনগঞ্জ এলাকায় লাইনের ওপর দাঁড়িয়ে থাকা দুইটি গরুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একটি গরু মারা যায় এবং অপর গরুটি আহত হয়। এ সময় ট্রেনটির ইঞ্জিনও বিকল হয়ে ৩ ঘণ্টা আটকা পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন নতুন ইঞ্জিন নিয়ে এলে যোগাযোগ সচল হয়।

ট্রেনটির চালক আরিফুল হক রিংকু বলেন, ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনটি আটকা পড়ে। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশন থেকে নতুন ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।