ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বর যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
বর যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩

মাগুরা: মাগুরায় নড়াইলগামী বর যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিনজন অহত হন।  

শুক্রবার (১০ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সঞ্জয় মিত্র (৩০), প্রকাশ সাহা (৩৫), স্মৃতি সাহা (২৮)। আহতরা মাগুরা ২৫০ শয়্যা সদর হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শত্রুজিপুর পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) সুবাশ চন্দ্র দাম বলেন, মাগুরার শ্রীপুর উপজেলা থেকে বর যাত্রীবাহী একটি বাস নড়াইল জেলার গোবরডাঙ্গা গ্রামের উদ্দেশে যাচ্ছিল। পথে বর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতরা মাগুরা ২৫০ শয়্যা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।  
বাসটির বিভিন্ন স্থানে গাছের সঙ্গে ধাক্কা লাগায় ক্ষয়ক্ষতি হয়েছে। বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।