ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদ্যালয়ের পেছনে পড়েছিল রিকশাচালকের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
বিদ্যালয়ের পেছনে পড়েছিল রিকশাচালকের লাশ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নিতে রাজীব ব্যাপারী (৩০) নামে এক চালককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে দোসাইদ এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজীবের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি আশুলিয়ার বাসাইদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো রাজীব আজ ভোরে রিকশা নিয়ে বের হন। পরে সকালে আশুলিয়ার দোসাইদ এলাকায় সরাকারি উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি নির্জন জায়গায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা রাজীবের পরিবারের সদস্যদের বিষয়টি জানালে পরিবারের সদস্যারা ঘটনাস্থলে উপস্থিত হন। এছাড়া খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ সেখানে আসে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হোসেন বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই স্থানে রক্তমাখা ইট পাওয়া গেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে রিকশা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।