ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
শিবচরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুইটি মাদক মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

বুধবার (০১ মার্চ) সন্ধ্যায় উপজেলার আলেপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শিবচর থানা সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামের কহিনুর মাদবর (৪২) দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে শিবচর থানায় মাদক আইনে একাধিক মামলা আছে। মাদারীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলায় তাকে ২ বছর ও আরেকটি মামলায় ১ বছরের কারাদণ্ড দিয়েছেন। কিন্তু কহিনুর পলাতক ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধায় আলেপুর গ্রামে কহিনুরের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, গ্রেফতার কহিনুর একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। দুইটি মামলায় আদালত তাকে ৩ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে মাদারীপুর জেল হাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।