ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামেকে আরও এক নিপাহ ভাইরাস রোগী শনাক্ত, ভর্তি ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
রামেকে আরও এক নিপাহ ভাইরাস রোগী শনাক্ত, ভর্তি ৬

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও এক নিপাহ ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসাধীন ওই রোগীর নাম ফরিদা (২৫)।

বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

বুধবার (১ মার্চ) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে আসা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নিপাহ ভাইরাসে আক্রান্ত ওই যুবতীর বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়।

জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহমেদ জানান, বেশ কিছু দিন আগে ফরিদাসহ তার শ্বশুরের পরিবারের লোকজন খেজুরের কাঁচা রস পান করেন। রস পানের কয়েকদিনের মধ্যে ওই গৃহবধূর শ্বশুর জ্বরে আক্রান্ত হন। কয়েকদিন আগে তিনি মারা যান।

এদিকে, গত ২২ ফেব্রুয়ারি মস্তিষ্কের প্রদাহ নিয়ে ফরিদা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে আইসিইউ ভেনটিলেশনে রাখা হয়। গত ২৫ ফেব্রুয়ারি তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়। তবে ২৮ ফেব্রুয়ারি নমুনা টেস্টে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় আইইডিসিআর। নিপাহ ভাইরাস শনাক্তের পর তাকে হাসপাতালের স্পেশালাইজড নিপাহ আইসিউইতে স্থানান্তর করা হয়।

এছাড়া ফরিদার শাশুড়িও জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। উদ্ভুত পরিস্থিতিতে তারও নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। রামেক হাসপাতালের নিপাহ ওয়ার্ডে বর্তমানে ছয়জন রোগী ভর্তি আছেন তাদের নমুনা পরীক্ষারও কাজ চলছে।

এর আগে চলতি বছরেই নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। শীতের শেষেও তাই নিপাহ ভাইরাস সংক্রমণের বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

দপ্তর থেকে খেজুরের কাঁচা রস পান করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা,  মার্চ ০১, ২০২৩
এসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।