ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হত্যা মামলায় নান্দাইলে বাবা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
হত্যা মামলায় নান্দাইলে বাবা-ছেলে আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে সাবেক ইউপি সদস্য আবু সাঈদ (৫০) হত্যার মামলায় বাবা ও ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। হয়েছে।

 

রোববার (২৬ ফেব্রয়ারি) ভোরে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকা থেকে র‌্যাব-১৪ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।  

আটকরা হলেন- নান্দাইল উপজেলার বেলতৈল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. আব্দুল সাত্তার (৭০) ও ছেলে আব্দুল মমিন (১৯)।

এদিন দুপুরের র‌্যাব-১৪ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, নিহত ইউপি সদস্য আবু সাঈদের সঙ্গে র্দীঘদিন ধরে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে বিরোধের জের ধরে গত ২২ ফেব্রুয়ারি ওই ইউপি সদস্যকে খুন করে একটি পান ক্ষেতে পুঁতে রাখে। এ ঘটনার পরদিন মোবাইলফোনের সূত্র ধরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ওই মামলায় অভিযান চালিয়ে রোববার প্রধান অভিযুক্ত বাবা ও ছেলেকে আটক করা হয়।  

এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে সজিব মিয়া সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করে বলে জানান সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ।  

ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।