ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩ দিন পর মেঘনায় মিলল ক্যামব্রিয়ানের শিক্ষার্থীর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
৩ দিন পর মেঘনায় মিলল ক্যামব্রিয়ানের শিক্ষার্থীর মরদেহ 

চাঁদপুর: চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী সুসমিত সাহার (১৫) মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

 

সুসমিত সাহা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা গ্রামের শুবিংদু সাহার ছেলে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নারায়ণগঞ্জ শাখার শিক্ষার্থী ছিল তিনি।

কমান্ডার আব্দুর রহমান বাংলানিউজকে বলেন, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে এসে কয়েকজন শিক্ষার্থী গোসল করতে নদীতে নামে। এদের মধ্যে দশম শ্রেণির দুজন ছাত্র সাঁতার কম জানায় নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক শাহরিয়ার ইশতিয়াক শামস (১৪) নামে একজনকে উদ্ধার করে সহপাঠীরা। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মারা যায় সে। আর দশম শ্রেণির সুসমিত সাহা নিখোঁজ থাকে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, নিখোঁজ ছাত্রের উদ্ধারে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন পরিচালনা করে। আজ (রোববার) সকালে মেঘনা নদী হতে সুসমিত সাহার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ মোহনপুর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।