ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পা দিয়ে ছবি এঁকে দেশসেরা মোনায়েম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
পা দিয়ে ছবি এঁকে দেশসেরা মোনায়েম

ফেনী: পা দিয়ে ছবি এঁকে এবার দেশসেরা পুরস্কার পেয়েছে দুই হাত ছাড়া জন্ম গ্রহণ করা ফেনীর দাগনভূঞা একাডেমীর ৭ম শ্রেণির ছাত্র ও দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মোনায়েম।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।

ওই প্রতিযোগিতায় মোনায়েমের পা দিয়ে আঁকা ছবি সেরা স্থান দখল করে।  

এর আগে শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিল্পী হাশেম খান।  

জানা যায়, এর আগে দাগনভূঞা একাডেমীর সপ্তম শ্রেণির ছাত্র মোনায়েম পাঁ দিয়ে ছবি এঁকে চট্টগ্রাম বিভাগে তৃতীয় স্থান অধিকার করে।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু এ্যাকাডেমি আয়োজিত বিভাগীয় পর্যায়ে সে পুরস্কার লাভ করে।  

গত ১৬ আগস্ট ২০২২ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পান দাগনভূঞার দুই হাত ছাড়া জন্মগ্রহণ করা শিশু আব্দুল্লাহ আল মোনায়েম।  

দাগনভূঞা পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে ওই ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।