ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালপুরে পুকুর পাড়ে পড়েছিল নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
লালপুরে পুকুর পাড়ে পড়েছিল নারীর মরদেহ প্রতীকী ছবি

নাটোর: নাটোরের লালপুরে পুকুর পাড় থেকে সখিনা বেগম (৫৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

সখিনা বেগম উপজেলার বরমহাটি গ্রামের আকবর আলীর স্ত্রী।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান এতথ্য নিশ্চিত করে জানান, ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্বামীর সঙ্গে শুক্রবার সকালে ঝগড়া হয় সখিনার। এরই জের ধরে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান ওই গৃহবধূ। পরে রাতেও আর ফিরে আসেনি তিনি। শনিবার দুপুরে স্থানীয়রা ওই পুকুর পাড়ে সখিনার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। মর্গের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।