ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভেদরগঞ্জে জালটাকাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
ভেদরগঞ্জে জালটাকাসহ নারী আটক

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জালটাকাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এছাড়া পৃথক আরেকটি অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।

 

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ বাজার ও মহিষার ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

ভেদরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ভেদরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এসময় ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা খানের স্ত্রী ডলি মোস্তফাকে (৪০) চার হাজার ৪৮০ টাকার জালনোটসহ আটক করা হয়।

অপরদিকে উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া মোল্লাকান্দি গ্রামের আমির হোসেন বেপারীর ছেলে কাসেম বেপারীকে (৩৫) ভেদগঞ্জের মহিষার ইউনিয়নের বাবুল খান দিঘির পাশের রাস্তা থেকে ৪০টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ দুই হাজার টাকাসহ আটক করে ভেদরগঞ্জ থানা পুলিশ।

এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহালুল খান বাহার বলেন, আটক দুজনের নামে মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।