ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় রেললাইনে পড়েছিল যুবকের খণ্ডিত মরদেহ

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
কুমিল্লায় রেললাইনে পড়েছিল যুবকের খণ্ডিত মরদেহ

কুমিল্লা: কুমিল্লার বানাশুয়া এলাকায় রেললাইনের ওপর থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওই যুবকের নাম মো. খায়রুল (২৮)। তিনি নরসিংদীর মাধবদীর আউয়াল মিয়ার ছেলে।  

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদার রহমান বলেন, সকালে খবর পাই একটি মরদেহ বানাশুয়া রেললাইনের ওপর পড়ে আছে। তার পকেটে ঢাকা থেকে চট্টগ্রামের একটি চট্টলার টিকিট পাই। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, সোমবার সকাল ১১টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন।  

তিনি আরও বলেন, খায়রুল নরসিংদীর একটি ছোট গার্মেন্ট ফ্যাক্টরিতে জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি করতেন। নিরাপত্তা রক্ষীরা তাকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে ঘুরতে দেখেছেন। তিনি ঠিক কি কারণে কুমিল্লায় এসেছেন, সেটি স্পষ্ট নয়। তার এক পায়ের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের ধারণা, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।