ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে বোট ডুবে ২ নারী পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
কাপ্তাই হ্রদে বোট ডুবে ২ নারী পর্যটকের মৃত্যু ছবি: সংগৃহীত

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে পর্যটকবাহী বোট ডুবে দুই নারী নিহত হয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) শহরের ডিসি বাংলো ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার জয়পুরহাট থেকে ৬৫ জনের একটি পযটক দল ট্যুরিস্ট বোট ভাড়া করে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় শহরে ফিরছিলেন তারা। এসময় ডিসি বাংলাঘাট এলাকায় হ্রদে ভেসে থাকা একটি গাছের গুঁড়ির সঙ্গে তাদের বোটটির ধাক্কা লাগে এবং সবাই হ্রদে পড়ে যান। এরপর উদ্ধাকারী ফায়ার সার্ভিস দল এবং পুলিশ সব পর্যটকদের উদ্ধার করতে সক্ষম হলেও দু’নারী ঘটনাস্থলেই মারা যান।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে তিন পর্যটককে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা আছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।