ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অস্ত্র চোরাচালান-ভুয়া লাইসেন্স তৈরি চক্রের ৬ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
অস্ত্র চোরাচালান-ভুয়া লাইসেন্স তৈরি চক্রের ৬ সদস্য গ্রেফতার

ঢাকা: অবৈধ পথে অস্ত্র চোরাচালান করে ভুয়া লাইসেন্সের মাধ্যমে সেগুলো বিক্রি ও স্বনামধন্য বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে চাকরি দেওয়া চক্রের মূলহোতা পলাশসহ ছয় জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়।

এ বিষয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এসজেএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।