ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুপুরে মুক্তিপণ দাবি, রাতে মিলল লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
দুপুরে মুক্তিপণ দাবি, রাতে মিলল লাশ ঘটনাস্থলে স্বজন ও পুলিশ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি ভবনের কক্ষ থেকে মো. রিয়াজ হোসেন (২৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে সদর উপজেলার মান্দারী বাজারের দিঘলী সড়কের পাশের একটি ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রিয়াজের মা খুরশিদা বেগমের ফোনে একটি নাম্বার থেকে কল দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ দেয় তার মা। পরে পুলিশ অভিযানে নেমেই গভীর রাতেই লাশটির সন্ধান পায়।

রিয়াজ সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী গ্রামের আহম্মদ উল্যা ভূইয়া বাড়ির তোফায়েল আহম্মদ দুলালের ছেলে। সে মায়ের সঙ্গে নানার বাড়ির দত্তপাড়া ইউনিয়নের করইতোলা গ্রামের বসবাস করতো।   মান্দারী উত্তর বাজারে থাকা তার ভাই দ্বীন ইসমাল রুবেলের ফার্নিচার দোকানে নকশার কাজ করতো  রিয়াজ।  

পুলিশ জানায়, মান্দারী বাজারের দিঘলী সড়কের পাশে থাকা ভবনের নিচতলার একটি কক্ষে লাশটি পাওয়া যায়। লাশের হাত-পা বাঁধা ছিল। লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল।  

পুলিশ আরও জানায়, রিয়াজ কয়কদিন থেকে নিখোঁজ ছিল। তার মা খুরশিদা বেগমের কাছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুক্তিপণের জন্য ফোন আসে। অন্যথায় খুন করে লাশ গুম করবে বলে হুমকি দেয়। এ বিষয়ে রিয়াজের মা চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করেন।  

রিয়াজের মা খুশিদা বেগম জানান, গত মঙ্গলবার রাত থেকে তার ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এবং বিকেলে তার মোবাইলে ছেলের মুক্তিপণের জন্য ৫ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি তিনি পুলিশকে জানান।

চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, রিয়াজ দুই মাস ধরে তার সহকর্মীদের সঙ্গে ওই ভবনে ভাড়া থাকতো। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  

জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হবে।

এদিকে নোয়াখালী র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, মান্দারী বাজার এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ক্লু লেস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই হত্যাকারীকে আটক করা হয়েছে।

তবে আটককৃতদের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে নোয়াখালীর বেগমগঞ্জ র‍্যাব-১১ এর অফিসে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।