ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় বীর নিবাস প্রকল্পের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
নেত্রকোনায় বীর নিবাস প্রকল্পের উদ্বোধন

নেত্রকোনা: ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নেত্রকোনা সদর উপজেলার ১২ জন বীর মুক্তিযোদ্ধাকে আবাসন বরাদ্দ দেওয়া হয়েছে।  

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ‘বীর নিবাস’ হস্তান্তর উদ্বোধন করে।

এর মধ্য দিয়ে নেত্রকোনাতেও ১২ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে।

জেলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ভূমি কর্মকর্তা আকলিমা আক্তার, সাবেক জেলা কমান্ডার নূরুল আমিন সহ বীর মুক্তিযোদ্ধারা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানরা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।