ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দর্শনায় ব্রিজের নিচে মিলল বিদেশি পিস্তল-গুলি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
দর্শনায় ব্রিজের নিচে মিলল বিদেশি পিস্তল-গুলি 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে দর্শনার হঠাৎপাড়া-আনোয়ারপুর ব্রিজের নিচ থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হঠাৎপাড়া-আনোয়ারপুর ব্রিজের নিচে অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগ জব্দ করা হয়। পরে ব্যাগটির ভেতরে জাপানি একটি পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির জানান, উদ্ধার করা পিস্তলটি অত্যাধুনিক জাপানি ১১৫ মডেলের। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।