ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় গরুসহ ৫ চোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
গাইবান্ধায় গরুসহ ৫ চোর আটক

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে পিকআপ ভর্তি গরুসহ পেশাদার ৫ চোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী থানায় প্রেস কনফারেন্সে গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন এ তথ্য জানান।

এসপির দেওয়া তথ্যানুসারে আটকরা হলেন, জেলার পলাশবাড়ী উপজেলার উত্তর সাবদিন গ্রামের আতাউর রহমানের ছেলে আল আমিন (২৪), সুলতানপুর বাড়াইপাড়ার সাইদুল ইসলামের ছেলে মোনারুল ইসলাম (২২), সুন্দরগঞ্জ উপজেলার কাশদহ গ্রামের শামসুল মিয়ার ছেলে ফিরোজ মিয়া (২৮), লালমনিরহাট সদর উপজেলার বাঁশদহ গ্রামের হাসমত আলীর ছেলে  সোহাগ মিয়া (২৭) ও টাঙ্গাইলের মির্জাপুর থানার গোড়াইল ধনারচালা গ্রামের শামসুল দেওয়ানের ছেল রাসেল দেওয়ান (৩২)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সি সার্কেল)  উদয় কুমার সাহা, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী ও টিআই নুরে আলম সিদ্দিক।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে পলাশবাড়ী সদরের দুবলাগাড়ী এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে তল্লাশি চালায় পুলিশ। এ সময় টাঙ্গাইল থেকে রংপুরগামী পিকআপবোঝাই পাঁচটি চোরাই গরুসহ পাঁচজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ সারাদেশে থাকা অন্য সদস্যদের চিহ্নিত-গ্রেফতারে পুলিশ কাজ করছে।

চোরাই গরুগুলো টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকা থেকে বিক্রির উদ্দেশে রংপুরে নেওয়া হচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানায় তারা। উদ্ধার করা গরুগুলোর মূল্য ১৫ লাখ টাকার বেশি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।