ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
রায়পুরায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু সংগৃহীত ফাইল ছবি

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে রেখা বেগম (৬৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল লাইনের উপজেলার হাঁটুভাঙ্গা ও খানাবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

 

নিহত রেখা বেগম রায়পুরার আদিয়াবাদ মধ্যপাড়া গ্রামে বসবাস করতেন। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল ইসলাম বলেন, সকালে হাঁটুভাঙ্গা ও খানাবাড়ী এলাকার রেল লাইনের মধ্যবর্তী স্থানে ঢাকাগামী  আন্তনগর এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন রেখা বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেখা বেগমের কোনো বিয়ে হয়নি। তিনি প্রায় ৫০ বছর ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। তিনি আদিয়াবাদ ইউনিয়নে একজনের দান করা জায়গায় একটি ঝুঁপড়ি ঘর নির্মাণ করে একাই বসবাস করতেন। আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী মো. সেলিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ বিনা ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার অনুরোধ জানান। এখন এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।