ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফসলের মাঠে মিলল ফুটফুটে নবজাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
ফসলের মাঠে মিলল ফুটফুটে নবজাতক

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফসলের মাঠ থেকে ফুটফুটে জীবিত এক ছেলে নবজাতক উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিকাডোবা গ্রাম থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, কালিকাডোবা গ্রামের পশ্চিম পাতারে (ফসলের মাঠ) ডা. দুলু মিয়ার জমির পাশে নবজাতকটি পড়ে ছিল। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে কয়েকজন শ্রমিক কাজের জন্য মাঠে গেলে শিশুর কান্না শুনতে পায়। এসময় ওই গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী নাহিদা বেগম নবজাতকটি উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং ডাক্তার ডেকে প্রাথমিক চিকিৎসা করান।

এদিকে মোখলেছুর রহমানের নিঃসন্তান ভাই রাজিব মিয়া শিশুটিকে লালন-পালনের ইচ্ছা পোষণ করলে, স্থানীয়রা তার স্ত্রীর কোলে শিশুটিকে তুলে দেন। শিশুটি এখন সুস্থ আছে বলে জানান তারা।  

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েল বলেন, নবজাতকটি দত্তক নিতে হলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি বিষয়টি নিশ্চিত করে জানান, যারা শিশুটির দায়িত্ব নিতে চান, তারা পৌরসভা থেকেই জন্ম নিবন্ধন করে নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।