ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে ছাত্রশিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
রংপুরে ছাত্রশিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার

রংপুর: রংপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) নগরীর টার্মিনাল রোডস্থ গনেশপুর নজরুল চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী।

পুলিশ জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রশিবিরের নেতাকর্মীরা নগরীতে নাশকতা করার পরিকল্পনার জন্য একত্রিত হওয়ার খবর পায় পুলিশ। পরে গনেশপুর নজরুল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় পুলিশ তাদের সঙ্গে থাকা পেট্রোল ও কিছু লাঠি উদ্ধার করেছে। এ ঘটনায় নাশকতা চেষ্টার অভিযোগে গ্রেফতার ছয়জনসহ অজ্ঞাত আরও ৫০ জনকে অভিযুক্ত করে মেট্রোপলিটন কোতয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী জানান, নাশকতার পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে ছাত্রশিবিবের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।