ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা এমডির জন্মদিনে বাঞ্ছারামপুরের ৯৮ মাদরাসা-এতিমখানায় খাবার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
বসুন্ধরা এমডির জন্মদিনে বাঞ্ছারামপুরের ৯৮ মাদরাসা-এতিমখানায় খাবার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া: দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের ৪৩তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৯৮টি মাদরাসা ও এতিমখানায় কোরআন খতম, দোয়া মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে এসব প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার এতিম শিশুর জন্য প্রীতিভোজের আয়োজন করে স্থানীয় বসুন্ধরা ফাউন্ডেশন।

জন্মদিনে সায়েম সোবহান আনভীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বসুন্ধরা গ্রুপের উন্নতি চেয়ে দোয়া করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলা সদরের সোবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা ও মানিকপুর গ্রামের হাফেজ মোহাম্মদুল্লাহ ইসলামিয়া এতিমখানায় দুপুরে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও প্রীতিভোজে বসুন্ধরা ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মায়মুন কবীর, ইনচার্জ মোশাররফ হোসেন, মো. শাহীন মিয়া ও মো. বাছির মিয়াসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। দোয়া শেষে মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা প্রীতিভোজে অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।