ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে ভবন, স্থাপনা নির্মাণ নিষিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
কাপ্তাই হ্রদে ভবন, স্থাপনা নির্মাণ নিষিদ্ধ

রাঙামাটি: সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের পর নোটিশের প্রেক্ষিতে রাঙামাটির কাপ্তাই হ্রদে সকল প্রকার ভবন ও স্থাপনা নিষিদ্ধ করল জেলা প্রশাসন।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে কোর্টের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন কাপ্তাই হ্রদের আশপাশে অবহিতকরণ বোর্ড লাগিয়ে দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশনের পর গত ২০২২ সালের ১০ ডিসেম্বর নোটিশের প্রেক্ষিতে জেলা প্রশাসন কাপ্তাই হ্রদে সকল প্রকার ভবন এবং স্থাপনা নিষিদ্ধ ঘোষণা করল।

ডিসি আরও বলেন, যারা হ্রদে স্থাপনা নির্মাণ করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে নির্দেশ দেন তিনি।

এ সময় রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলামসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: গত ২০২২ সালের ১৭ অক্টোবর কাপ্তাই হ্রদে মাটি ভরাট, স্থাপনা নির্মাণ বন্ধে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।