ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে গলায় ছুরি চালিয়ে প্রবাসীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
শাহজাদপুরে গলায় ছুরি চালিয়ে প্রবাসীর আত্মহত্যা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ ঘরে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন সাইদুল ইসলাম লেদু (৫০) নামে এক প্রবাসী।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার আইগবাড়ী পারকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।  

নিহতের ভাতিজী সাথী খাতুন বলেন, আজ সকালে চাচা সাইদুল ইসলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার করেন। চিৎকার শুনে দৌড়ে ঘরে গিয়ে দেখি চাচা ছুরি দিয়ে নিজের গলা কাটছেন। এ সময় চিৎকার দিয়ে সবাইকে ডাক দিলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এসে গলাকাটা অবস্থায় চাচাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি জানান, সাইদুল ইসলাম বেশ কয়েক বছর মালয়েশিয়া ছিলেন। প্রায় দেড় বছর আগে তিনি দেশে ফিরে আসেন , সেই থেকে তাদের বাড়িতেই থাকতেন।  

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।