ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে মদ পানে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
মিরপুরে মদ পানে এক ব্যক্তির মৃত্যু

ঢাকা: মিরপুর দারুস সালামে অতিরিক্ত মদ পানে মশিউর রহমান (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে এই তথ্য নিশ্চিত করেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার।

তিনি জানান, রোববার (২৯ জানুয়ারি) দিনগত রাতে টেকনিক্যাল এলাকায় ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে থাকলে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাতে মশিউর রহমান মারা যায়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে সে মারা গেছে। মশিউর একটি বায়িং হাউজে চাকরি করতেন।

ওসি শেখ আমিনুল বাশার জানান, হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যুর সনদে উল্লেখ করেছে অ্যালকোহল পয়জনিং এর কারণে তার মৃত্যু। মৃত ব্যক্তির ধানমন্ডি এলাকায় বসবাস থাকতো। তার  বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানানো যাবে। আইনিপ্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।