ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরের ৩৫ সাংবাদিক পেলেন সহায়তার চেক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
জামালপুরের ৩৫ সাংবাদিক পেলেন সহায়তার চেক

জামালপুর: জামালপুরে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত করোনাকালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ চেক বিতরণ করা হয়।



চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক তুলে দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ।

আলোচনা সভা শেষে ৩৫ জন সাংবাদিকদের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।