ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালাইয়ে জামায়াতের ৩ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
কালাইয়ে জামায়াতের ৩ নেতাকর্মী আটক

জয়পুরহাট: নাশকতার পরিকল্পনার অভিযোগে জয়পুরহাটের কালাইয়ে জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে কালাই উপজেলার মোলামগাড়ী এলাকার একটি স্কুল চত্বর থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- আব্দুস সোবাহান, আবুল কালাম ও সোবাহান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানায়, দুপুরে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সোবাহানের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছিলেন -এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে ২০-২৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় বেশ কিছু জিহাদি বইসহ অন্যান্য আলামতও জব্দ করা হয়। এ ঘটনায় আটকদের নামে সংশ্লিষ্ট আইনে একটি মামলার প্রস্তুতি চলছে ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।