ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে অবৈধ দুই ইটভাটা বন্ধ, ১১ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
পলাশবাড়ীতে অবৈধ দুই ইটভাটা বন্ধ, ১১ লাখ টাকা জরিমানা

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ দুই ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন।  

সেই সঙ্গে এমএসএ নামে একটি ভাটার মালিক শরিফুল ইসলামকে ছয় লাখ ও এসএসবি ভাটার মালিক জিল্লুর রহমান সেলিম মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়নপুর গ্রামের এমএসএ ও সাবদিন ভগবতীপুর গ্রামের এসএসবি ইটভাটায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ।

সঙ্গে ছিলেন, রংপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাসান ই মোবারক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ বলেন, ইটভাটা দু’টির এক কিলোমিটারের মধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া তাদের বৈধ কোনো কাগজপত্রও নেই। সে কারণে  জরিমানাসহ কার্যক্রম বন্ধে উভয় প্রতিষ্ঠানের মুচলেকা নেওয়া হয়েছে। পশাপাশি পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।